ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের আশংকা তৈরির জন্য আমেরিকা দায়ী
(last modified Tue, 22 Oct 2024 08:07:30 GMT )
অক্টোবর ২২, ২০২৪ ১৪:০৭ Asia/Dhaka
  • ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের আশংকা তৈরির জন্য আমেরিকা দায়ী

জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চালানোর আশঙ্কা তৈরি করেছে তার জন্য সম্পূর্ণভাবে আমেরিকা দায়ী।

গতকাল (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে আমির সাঈদ ইরাভানি একথা বলেন।

এর আগে, জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি জানেন কখন এবং কিভাবে ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা চালাতে চায়। এই বক্তব্যের পর আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এই চিঠি দিলেন। বাইডেনের মন্তব্যকে আমির সাঈদ ইরাভানি উদ্বেগজনক এবং উস্কানিমূলক বলেও মন্তব্য করেন। 

তিনি বলেন, বাইডেনের এই মন্তব্য থেকে বোঝা যায়, আমেরিকা ইসরাইলের সম্ভাব্য আগ্রাসনকে অনুমোদন দিচ্ছে এবং ইহুদিবাদী ইসরাইলের বেআইনি আগ্রাসনে সহযোগিতা করছে।

ইরাভানি বলেন, প্রযুক্তিগত দক্ষতা এবং উন্নত অস্ত্র দিয়ে তেল আবিবকে সশস্ত্র করে তুলছে ওয়াশিংটন কিন্তু ইরানের বিরুদ্ধে যেকোন ইসরাইলি আগ্রাসন এবং এর পরিণতির জন্য মার্কিন সরকারকে 'সহযোগী' হিসেবে গণ্য করা হবে।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ