ইরানে হামলার মনোবাসনা অঙ্কুরেই বিনাশ হবে: জেনারেল বাকেরি
(last modified Thu, 21 Jul 2022 12:39:56 GMT )
জুলাই ২১, ২০২২ ১৮:৩৯ Asia/Dhaka
  • মোহাম্মাদ বাকেরি
    মোহাম্মাদ বাকেরি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, শত্রুদের মনের ভেতরে ইরানে হামলার বিন্দু পরিমাণ বাসনা থাকলেও সেখানেই সেটার বিনাশ ঘটবে।

তিনি আজ (বৃহস্পতিবার) মাশহাদে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডারদের এক সমাবেশে এ কথা বলেন।

জেনারেল বাকেরি ৪০ বছরব্যাপী শীতল যুদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পতনের সূচনার প্রতি ইঙ্গিত করে বলেন, নানা ঘটনায় এটা স্পষ্ট পৃথিবী নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। তবে ইরান বিশ্বে বিদ্যমান নানা সংকট, উদ্বেগ, অনিরাপত্তা ও অস্থিতিশীলতার মাঝেও অনেক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ইরান হুমকিকে সুযোগে পরিণত করার নীতি অনুসরণ করার কারণে শত্রুদের সর্বোচ্চ চাপ প্রয়োগের ভিত্তিগুলো একের পর এক ধসে পড়েছে। এ ক্ষেত্রে সশস্ত্র বাহিনীও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ সময় তিনি গত তিন বছরের নানা ঘটনার বর্ণনা দেন এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন ক্ষেত্রে ইরানের সাফল্যের প্রশংসা করেন।#    

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ