ইরানে মহরমের শোকানুষ্ঠানে হামলার পরিকল্পনার দায়ে ১০ সন্ত্রাসী গ্রেপ্তার
(last modified Thu, 04 Aug 2022 11:03:10 GMT )
আগস্ট ০৪, ২০২২ ১৭:০৩ Asia/Dhaka
  • ইরানে মহরমের শোকানুষ্ঠানে হামলার পরিকল্পনার দায়ে ১০ সন্ত্রাসী গ্রেপ্তার

ইরানে পবিত্র মহরমের শোকানুষ্ঠানে হামলার পরিকল্পনাকারী ১০ তাকফিরি-ইহুদিবাদী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত তিন দিনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসব তাকফিরি-ইহুদিবাদী সন্ত্রাসী শহীদ ইমাম হোসেন (আ.) ও তার সঙ্গীদের স্মরণে আয়োজিত শোকানুষ্ঠানে হামলা করতে চেয়েছিল। কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার আগেই নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েছে।

গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানের একটি স্পর্শকাতর স্থানে বোমা বিস্ফোরণের ইহুদিবাদী পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এই ব্যর্থতা ঢাকার জন্য উঠেপড়ে লেগেছে ইহুদিবাদী ইসরাইল। এবার তারা মহরমের শোকানুষ্ঠানকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা হাতে নিয়েছে। এ ক্ষেত্রে তাকফিরি সন্ত্রাসীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। তবে নিরাপত্তা বাহিনী এ ধরণের তৎপরতা নস্যাতে প্রস্তুত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আরও বলেছে, আটক ১০ সন্ত্রাসী তুরস্ক ও ইরাক থেকে ইরানের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে। ইরানের চৌকস বাহিনী সেখানেও তাদের ওপর নজর রেখেছিল। পরবর্তীতে তাদেরকে ইরান ভূখণ্ডে গ্রেপ্তার করা হয়েছে।#    

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ