ইরানের সীমান্তজুড়ে সার্বক্ষণিক বিমান টহলের ব্যবস্থা রয়েছে: সেনাপ্রধান
(last modified Sun, 04 Sep 2022 12:47:56 GMT )
সেপ্টেম্বর ০৪, ২০২২ ১৮:৪৭ Asia/Dhaka
  • মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি
    মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইরানের পর্যবেক্ষণ বিমানগুলো সীমান্তজুড়ে সার্বক্ষণিক টহল দিচ্ছে। তিনি আজ সেনাবাহিনীর একদল সদস্যের শিক্ষাসমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।

মুসাভি আরও বলেছেন, দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তের একটা অংশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সেখানে বিনা অনুমতিতে যেকোনো ধরণের অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী।

তিনি বলেন, ইরানের সেনাবাহিনীর ইউনিটগুলো জল, স্থল ও আকাশে সার্বক্ষণিক তৎপরতা চালাচ্ছে। ইরান তার শত্রুদের থেকে যাতে পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে সব সময় কাজ করছে। বাহিনীকে সর্বাধুনিক রাখতে চেষ্টা চলছে। এ কারণে প্রয়োজনে নানা ধরণের মহড়ার আয়োজন করা হচ্ছে।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে ইরানের বিরুদ্ধে সাম্রাজ্যবাদীরা শত্রুতা শুরু করে। ইরানও এই বাস্তবতার আলোকে নীতি-কৌশল নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ