তিনটি দ্বীপই ইরানের আবহমান ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ: কানয়ানি
https://parstoday.ir/bn/news/iran-i113040
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন: তিনটি ইরানি দ্বীপ আবু মুসা, তুম্বে বোজোর্গ এবং তুম্বে কুচাক ইরানের আবহমান ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২২ ১৯:১৯ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন: তিনটি ইরানি দ্বীপ আবু মুসা, তুম্বে বোজোর্গ এবং তুম্বে কুচাক ইরানের আবহমান ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে গৃহীত বিবৃতিতে ভিত্তিহীন দাবী প্রত্যাখ্যান করে নাসের কানয়ানি ওই মন্তব্য করেন। ইরানের প্রেস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনে করেন, আঞ্চলিক কিছু দেশের ভুল হিসাব নিকাশ এ অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার মূল কারণ। তিনি বলেন ওই ভুলের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইলের মতো ধ্বংসাত্মক ও সংঘাত সৃষ্টিকারী বিদেশি শক্তিগুলো এ অঞ্চলে পা ফেলার সুযোগ পেয়েছে। তাদের আসার দ্বার উন্মুক্ত করাটাই এ অঞ্চলে অস্থিতিশীলতার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন: পারস্য উপসাগরীয় পরিষদের কোনো কোনো সদস্য রাষ্ট্র তাদের অকার্যকর ও ব্যর্থ নীতি সংশোধন করতে এগিয়ে আসে নি। বরং তারা বিরক্তিকর পুরোণো কথারই পুনরাবৃত্তি করে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।

জনাব কানয়ানি যথারীতি দৃঢ়তার সঙ্গে বলেন: বহিরাগতদের উপস্থিতি ছাড়াই আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সমস্যা সমাধান করা সর্বোত্তম উপায়। প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক জোরদার ও গভীরতর করাই আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার সর্বোত্তম উপায়। তিনি বলেন ইরান সবসময়ই দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক উন্নয়নকে স্বাগত জানায়।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।