মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে প্রত্যাহার: উপদেষ্টা মাহফুজ আলম
-
সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম আজ মঙ্গলবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
গতকাল রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। নিহতদের অধিকাংশই শিশু এবং তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
আজ (মঙ্গলবার) সকালে ওই স্কুল পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে গিয়ে তারা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। শিক্ষার্থীরা উপদেষ্টাদের কাছে ছয় দফা দাবি তুলে ধরেন। আইন উপদেষ্টা শিক্ষার্থীদের এসব দাবি মেনে নেওয়ার অঙ্গীকার করেন। তবে তাতেও শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমিত হয়নি।
বেলা সাড়ে তিনটার দিকে তারা ওই প্রতিষ্ঠান থেকে বের হতে পারলে কিছুদূর এগিয়ে দিয়াবাড়ি মোড়ে আবার শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। বিক্ষোভের মুখে বিকেল সাড়ে চারটার দিকে আবার দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে অবস্থান নিয়েছেন। বাইরে শত শত শিক্ষার্থী আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন।
এদিকে দুপুরের পর থেকেই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সচিবালয়ের সামনের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। সেখানে বিকেল ৪টার পর শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে।#
পার্সটুডে/জিএআর/২২