পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সীমা-পরিসীমা মানে না ইরান: প্রেসিডেন্ট রায়িসি
(last modified Thu, 15 Sep 2022 15:11:12 GMT )
সেপ্টেম্বর ১৫, ২০২২ ২১:১১ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানি প্রেসিডেন্ট
    পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানি প্রেসিডেন্ট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তেহরান কোনো সীমা-পরিসীমায় বিশ্বাস করে না।

আজ (বৃহস্পতিবার) উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও'র শীর্ষ বৈঠকের অবকাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় রায়িসি পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির প্রসঙ্গ টেনে দেশটির সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যয়কর বন্যার সম্মুখীন হয়েছে তার দেশ। গ্রিন হাউজ গ্যাস নির্গমনের জন্য দায়ী দেশগুলোকে মোকাবেলায় ইরানের সহযোগিতা চান পাক প্রধানমন্ত্রী।

শাহবাজ শরিফও জ্বালানি ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার এবং বিদ্যমান বাধা দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন।

ইরান ও পাকিস্তান হচ্ছে দুই মুসলিম প্রতিবেশী দেশ। পাকিস্তানের জ্বালানি সমস্যা সমাধানে তেল ও গ্যাস সম্পদে সমৃদ্ধ ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। #

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ