সাংহাই সহযোগিতা সংস্থায় ইরানের পূর্ণ সদস্যপদের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা
(last modified Fri, 16 Sep 2022 10:32:00 GMT )
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১৬:৩২ Asia/Dhaka
  • সাংহাই সহযোগিতা সংস্থায় ইরানের পূর্ণ সদস্যপদের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা

সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও-তে ইরানের পূর্ণ সদস্যপদের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দেওয়া হয়েছে আজ। উজবেকিস্তানের সমরখন্দে সংস্থাটির ২২তম শীর্ষ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

আজ (শুক্রবার) উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিয়ায়েভ চলমান সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এ সময় সম্মেলন কেন্দ্র করতালিতে মুখরিত হয়ে ওঠে।

এর মধ্য দিয়ে ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে নতুন একটি অধ্যায়ে প্রবেশ করল।

এর আগে ইরান সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও-তে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার জন্য প্রতিশ্রুতি স্মারকে সই করে।

সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যপদ প্রাপ্তির ফলে অর্থনীতি, বাণিজ্য, পরিবহন ও জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার নতুন নতুন সুযোগ উন্মুক্ত হবে বলে ইরান আশা করছে।

সাংহাই সহযোগিতা সংস্থার চলতি শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ ইরানের একটি শক্তিশালী প্রতিনিধিদল অংশ নিচ্ছে।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ