অক্টোবর ০৬, ২০২২ ০৬:৪৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

ইরানের সাম্প্রতিক নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি কোনো কোনো পশ্চিমা দেশের প্রকাশ্য সমর্থন ও হস্তক্ষেপমূলক আচরণে এদেশের সরকার ও জনগণ তাদের শত্রু ও মিত্রদের আরো ভালোভাবে চিনতে পেরেছে। এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এতে উসকানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম।

এসব গণমাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে আমেরিকাসহ আরো কিছু পশ্চিমা দেশের সরকার গত কয়েক দিনে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানাতে গিয়ে অসত্য তথ্য ও ভুয়া খবর প্রচার করে যাচ্ছে। পশ্চিমা সরকার ও গণমাধ্যমগুলো ইরানে চলমান নৈরাজ্য ও সহিংসতাকে ‘প্রতিবাদ আন্দোলন’ নামে চালিয়ে দেয়ার চেষ্টা করছে।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে লিখেছেন, ‘প্রতিবাদ’ ও ‘নৈরাজ্য’ দুটি আলাদা বিষয় এবং এ দুটির ফলাফলও আলাদা হয়।তিনি আরো লিখেছেন, ইরানে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতি কিছু পশ্চিমা দেশের সমর্থন প্রমাণ করে, তারা যখনই বিন্দুমাত্র সুযোগ পাবে তখনই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানের নিরাপত্তা, স্থিতিশীলতা ও শাসনব্যবস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। কানয়ানি বলেন, প্রতিটি দেশেরই ভালো ও মন্দ সময় থাকে। ইরানের সরকার ও জনগণ সাম্প্রতিক নৈরাজ্যের সময় তাদের শত্রু ও মিত্রদেরকে ভালোভাবে চিনতে পেরেছে। তারা একথাও উপলব্ধি করেছে যে, শত্রুরা শুধু ইসলামি প্রজাতন্ত্রেরই বিরোধী নয় বরং তারা ইরানেরই অস্তিত্বের বিরোধী।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ