ইরানি কথিত হুমকির জবাব দিলেন কানয়ানি
মার্কিন অভিযোগ ‘হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করল তেহরান
ইরান সিনিয়র মার্কিন কর্মকর্তাদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে তাকে ‘হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, হুমকির খবরটি মার্কিন কর্মকর্তাদের উর্বর মস্তিষ্কের ফসল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার বলেছিলেন, কয়েকজন সিনিয়র মার্কিন কর্মকর্তাকে হত্যা করার ইরানি হুমকির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে ওয়াশিংটন। ইরান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পসহ বর্তমান মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে হত্যা করতে চায় বলেও তিনি দাবি করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ব্লিংকেনের এ বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কিম্ভুতকিমাকার বলে মন্তব্য করেন। তিনি বলেন, এটি স্পষ্ট যে, আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটির পরিবেশ উত্তপ্ত করার লক্ষ্যে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। সুনির্দিষ্টি রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এ দাবি করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
কানয়ানি বলেন, গাজা উপত্যকা ও লেবাননে ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা ও ভয়াবহ পাশবিকতার প্রতি সরাসরি পৃষ্ঠপোষকতা দিয়ে আমেরিকা যে অপরাধ করছে এ ধরনের অভিযোগ উত্থাপন করে তা ধামাচাপা দেয়া যাবে না। #
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।