অক্টোবর ১৮, ২০২২ ০৮:১৫ Asia/Dhaka
  • ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোহেসেনি এজ্বেই।
    ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোহেসেনি এজ্বেই।

ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে শনিবার রাতের অগ্নিকাণ্ডের জন্য শত্রুদের মুষ্টিমেয় কিছু ভাড়াটে লোককে দায়ী করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোহেসেনি এজ্বেই। তিনি বলেছেন, মুষ্টিমেয় কিছু লোক কারাগারের ভেতর স্থাপিত পোশাক তৈরির কারখানায় আগুন ধরিয়ে দিয়েছিল। অথচ ওই কারখানা স্থাপন করা হয়েছিল দুস্থ বন্দিদের কর্মসংস্থান করে তাদের পরিবারগুলোর ভরণ-পোষণের জন্য।

ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে শনিবার রাতে চুরি ও আর্থিক অনিয়মের দায়ে দণ্ডিত অপরাধীরা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের জের ধরে কারাগারের পোশাক তৈরির কারখানায় আগুন লাগিয়ে দেয়া হয় এবং সে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় নিরাপত্তা বাহিনী ও ফায়ার ব্রিগেড কর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শত শত বন্দি ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পায়।

ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগার

মোহসেন এজ্বেই পুরো ঘটনার জন্য কিছু ভাড়াটে লোক যারা আগে থেকেই দাগী অপরাধী হিসেবে কারাবন্দি ছিল তাদের দায়ী করেন। তিনি সিসিটিভি ক্যামেরাসহ অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা ব্যবহার করে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

ইরানের বিচার বিভাগের প্রধান বলেন, এসব ভাড়াটে লোক আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরাইলের পক্ষে যুদ্ধাবস্থা সৃষ্টি করার চেষ্টা করেছিল। তিনি বলেন, সবাই দেখেছেন যে, শনিবার রাতে ভয়েস অব আমেরিকা ও বিবিসি এমন একটি আবহ তৈরি করে যে, ইরানে যুদ্ধ লেগে গেছে। তিনি ইরানের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেয়া হবে বলে ঘোষণা করেন।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ