'ইরানে পবিত্র মাজারে হামলার সঙ্গে বিশ্ব সাম্রাজ্যবাদ জড়িত'
https://parstoday.ir/bn/news/iran-i115070
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি বলেছেন, শিরাজে পবিত্র মাজারে হামলার সঙ্গে বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি জড়িত। তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ২৮, ২০২২ ১৬:৩১ Asia/Dhaka
  • হাজ আলী আকবারি
    হাজ আলী আকবারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি বলেছেন, শিরাজে পবিত্র মাজারে হামলার সঙ্গে বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি জড়িত। তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

জুমার নামাজের খতিব আরও বলেন, শিরাজে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র মাজারে হামলার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। সেখানে ইবাদতরত অবস্থায় মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তারা সেখানে জিয়ারত করছিলেন।

হাজ আলী আকবারি বলেন, বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি দুটি উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এর একটি হলো, ইরানিদের প্রকৃত পরিচিতি বিনষ্ট করা এবং অপরটি হলো ইরানে অনিরাপত্তা সৃষ্টি করা।

তিনি এ সময় ইরানের সর্বোচ্চ নেতার শোকবার্তার একাংশ তুলে ধরে বলেন, হৃদয়বিদারক এই ঘটনার হোতা বা হোতারা নিশ্চিতভাবে শাস্তি পাবে কিন্তু এসব বিপর্যয়ের উৎস উৎঘাটন এবং এগুলোর বিরুদ্ধে দৃঢ় ও বিজ্ঞচিত পদক্ষেপ গ্রহণ ছাড়া প্রিয়জনদের কষ্ট এবং আহলে বাইত (আ.)'র মাজারের অপমানের ক্ষতিপূরণ হবে না।

গত বুধবার ইরানের ফার্স প্রদেশের কেন্দ্রীয় শহর শিরাজে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র পবিত্র মাজারে দায়েশ বা আইএস'র এক সন্ত্রাসীর বন্দুক হামলায় দুই শিশুসহ ১৫ জন জিয়ারতকারী শহীদ ও ৩০ জন আহত হয়েছেন।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।