কায়েম-১০০ স্যাটেলাইট ক্যারিয়ারের পরীক্ষা সম্পন্ন করল আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্স আজ (শনিবার) 'কায়েম-১০০' স্যাটেলাইট ক্যারিয়ারের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে।
'কায়েম-১০০' স্যাটেলাইট ক্যারিয়ার হচ্ছে তিন স্তরের সলিড ফুয়েল ক্যারিয়ার। আজ এর প্রথম স্তরের পরীক্ষা সম্পন্ন হয়েছে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই স্যাটেলাইট ক্যারিয়ার পৃথিবীর পৃষ্ঠ থেকে পাঁচশ' কিলোমিটার দূরের কক্ষপথে ৮০ কিলোগ্রাম পর্যন্ত ওজনের স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম।
আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, অদূর ভবিষ্যতেই এই ক্যারিয়ারের মাধ্যমে 'নাহিদ' স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে।
তিনি আরও বলেন, কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই ইরানি তরুণরা এই সাফল্য অর্জন করেছে। তবে ইরান কোনো অবস্থাতেই নিজের উন্নয়ন ও অগ্রগতির পথ থেকে সরবে না বলে জানান হাজিজাদে। #
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।