নভেম্বর ০৭, ২০২২ ১১:১৬ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (রোববার) দেশে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'বভার- ৩৭৩' (বিশ্বাস-৩৭৩)-এর উন্নত সংস্করণ উদ্বোধন করেছে।

এর আগে বভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করা যেত। উন্নত সংস্করণের সাহায্যে ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে দ্রুত গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ফাইটার ও  বোমারু বিমান ধ্বংস করা সম্ভব। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, 'বভার-৩৭৩' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে ছয়টি লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। বিশ্বের অনেক উন্নত দেশের কাছেই এই প্রযুক্তি নেই বলে জানিয়েছেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী।

২০১৯ সালের ২২ আগস্ট দেশীয় প্রযুক্তিতে তৈরি বভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করে ইরান। জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে এ ব্যবস্থা উন্মোচন করা হয়। এই ব্যবস্থা একই সময়ে ৩০০টি লক্ষ্যবস্তুকে শনাক্ত, ৬০টিকে অনুসরণ ও ছয়টি'র সঙ্গে সংঘর্ষে জড়িত হতে পারে।

নতুন এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে দেশীয়ভাবে তৈরি এবং এটি সারা বিশ্বের কাছে ইরানের সামরিক সক্ষমতা তুলে ধরছে। এটি আমেরিকা ও রাশিয়ার একই ধরনের ব্যবস্থার চেয়ে লাঞ্চার, রাডার ও ক্ষেপণাস্ত্রসহ অনেক দিক দিয়ে ভিন্নতর।

ইরান নিজস্ব সক্ষমতা ব্যবহার করে এই ব্যবস্থা তৈরি করায় আমেরিকা ও রাশিয়ার একই ধরণের ব্যবস্থার চেয়ে অনেক কম খরচ হয়েছে বলে জানা গেছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ