নভেম্বর ০৮, ২০২২ ১৮:৩৯ Asia/Dhaka
  • তেলের নতুন ক্রেতা পাওয়া গেছে, রপ্তানির অবস্থা ভালো: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় তেল কোম্পানির নির্বাহী প্রধান খোজাস্তে মেহের বলেছেন, ইরানের তেল রপ্তানির অবস্থা আগের চেয়ে ভালো এবং নতুন ক্রেতা পাওয়া গেছে।

তিনি আজ (মঙ্গলবার) তেল ও গ্যাস খনি বিষয়ক এক সম্মেলনের অবকাশে সাংবাদিকদের এ কথা বলেন।

খোজাস্তে মেহের আরও বলেছেন, তেলের বাজার হচ্ছে সদা-পরিবর্তনশীল। ইরান সব  সময় পুরনো ক্রেতা ধরে রাখার পাশাপাশি নতুন ক্রেতার সন্ধান করে। এই প্রক্রিয়া সব সময় চলতে থাকে। এই প্রক্রিয়ায় নতুন ক্রেতা পাওয়া গেছে।

তিনি বলেন, চলতি সপ্তাহের শেষে ইরান ও ইরাকের যৌথ তেল খনির কাজ শুরু হবে। এই খনির ইরানের অংশ পড়েছে খুজিস্তান প্রদেশে। একই সঙ্গে তিনি গ্যাস খাতে নানা প্রকল্প বাস্তবায়নের বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন।

মার্কিন নিষেধাজ্ঞা ও চাপের কারণে কিছু দেশ ইরানের তেল কেনা বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় ইরান নতুন ক্রেতাদের কাছে তেল বিক্রি করছে।

আমেরিকার সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে সোচ্চার ইরানের ওপর ইসলামি বিপ্লবের পর থেকেই নানা ধরণের চাপ বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। এ ক্ষেত্রে ইউরোপের অনেক দেশই আমেরিকাকে সহযোগিতা করছে।#  

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ