ইরান-জার্মানি সম্পর্ক:
ইরানের ব্যাপারে জার্মানির অবস্থান হস্তক্ষেপকামী: কানয়ানি
-
নাসের কানয়ানি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেহরানের ব্যাপারে জার্মান চ্যান্সেলরের সাম্প্রতিক অবস্থানকে হস্তক্ষেপমূলক, উস্কানিমূলক এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন।
মাহসা আমিনী'র মৃত্যুর অজুহাতে সম্প্রতি ইরানে যে গোলযোগ দেখা দিয়েছে সে সম্পর্কে নাসের কানয়ানি বলেন: গোলযোগের ঘটনাকে যথাসাধ্য কাজে লাগিয়েছে ইরানের বিদেশী শত্রুরা। আবারও ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা চালিয়ে নৈরাজ্যকে উস্কে দেওয়ার সুযোগ নিয়েছে শত্রুরা।
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ গতকাল এক টুইট বার্তায় বলেছেন: আগামি সপ্তায় ইরানের বিরুদ্ধে আনা ইউরোপীয় ইউনিয়নের নয়া নিষধাজ্ঞা সমর্থন করা হবে।

বার্তা সংস্থা ইরনা জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (রবিবার) বলেছেন, মানবাধিকারের দাবিদার কিছু কিছু দেশ ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধে সাদ্দাম সরকারের প্রতি তাদের অন্ধ ও অমানবিক সমর্থন জানিয়েছিল। তার পাশাপাশি ইরানের নিরীহ জনগণের ওপর অবৈধ ও অমানবিক নিষেধাজ্ঞার প্রতিও তাদের সমর্থনের কলঙ্কিত ইতিহাসও ভুলে গেছে। এমনকি তারা পরমাণু সমঝোতা থেকে আমেরিকার রেবিয়ে যাওয়া এবং ইরানের নিরীহ জনতার ওপর দায়েশ সন্ত্রাসীদের পাশবিক হামলার ঘটনায়ও নীরব থেকেছে। এই দেশগুলো মানবাধিকারকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে বলে জনাব কানয়ানি মন্তব্য করেন।
তিনি বলেন: জার্মানি বিশ্বের বিভিন্ন দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর পরিবর্তে সন্ত্রাসী গোষ্ঠিগুলোকে আশ্রয় দেওয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে শিশু হত্যাকারী ইহুদিবাদি ইসরাইলের অপরাধযজ্ঞকেও মানবাধিকার রক্ষা করা বলে মনে করে।
কানয়ানি বলেন: পারস্পরিক সম্মান ও স্বার্থ সুরক্ষাই টেকসই সহযোগিতার একমাত্র উপায়।#
পার্সটুডে/এনএম/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।