মার্কিন ভাড়াটে সাংবাদিকের সঙ্গে ম্যাকরনের সাক্ষাতের নিন্দা জানাল ইরান
(last modified Mon, 14 Nov 2022 02:51:12 GMT )
নভেম্বর ১৪, ২০২২ ০৮:৫১ Asia/Dhaka
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন
    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

আমেরিকা-ভিত্তিক একজন ইরান-বিদ্বেষী সাংবাদিকের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাক্ষাতের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, এই সাক্ষাতে প্রমাণিত হয়েছে, ইরানে সম্প্রতি পশ্চিমা-উস্কানিতে যে দাঙ্গা হয়েছে তার প্রতি প্যারিসের পূর্ণ মদদ ছিল।

শনিবার ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত প্যারিস পিস ফোরামের অবকাশে ম্যাকরন ইরানি বংশোদ্ভূত মার্কিন নারী সাংবাদিক মাসিহ আলিনেজাদের সঙ্গে সাক্ষাৎ করেন। মাসিহ আলিনেজাদ ওয়াশিংটনের ভাড়াটে একজন সাংবাদিক যার কাজই হচ্ছে ইরানের ভেতরে ও বাইরে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রচার চালানো।

শনিবার প্যারিসে ম্যাকরনের সঙ্গে সাক্ষাৎ করেন মাসিহ আলিনেজাদ

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক বিবৃতিতে বলেছেন, কথিত উদার নৈতিকতার সমর্থক একটি দেশের প্রেসিডেন্ট নিজের মর্যাদাকে খাটো করে এমন একজন নগন্য ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন যিনি বিগত মাসগুলোতে ইরানে ঘৃণা, সহিংসতা ও সন্ত্রাসবাদকে উস্কে দেয়ার চেষ্টা চালিয়েছেন।

কানয়ানি বলেন, ওই সাক্ষাতে ম্যাকরন ইরানে কথিত ‘বিপ্লবের’ প্রতি যে সমর্থন জানিয়েছেন তা ‘অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর।’ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে ফ্রান্সের যে আন্তর্জাতিক দায়বদ্ধতা রয়েছে ওই বৈঠক ছিল তার সুস্পষ্ট লঙ্ঘন।ইমানুয়েল ম্যাকরন বরং ওই বৈঠকের মাধ্যমে সহিংসতা ও সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ