মার্কিন অপরাধ আড়াল করতেই ইরানবিরোধী প্রচার চালানো হচ্ছে: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i116138-মার্কিন_অপরাধ_আড়াল_করতেই_ইরানবিরোধী_প্রচার_চালানো_হচ্ছে_মুখপাত্র
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি চাফি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার অপরাধ আড়াল করতেই ইসলামি ইরানের বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ চালাচ্ছে এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২০, ২০২২ ১৭:৩২ Asia/Dhaka
  • কানয়ানি
    কানয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি চাফি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার অপরাধ আড়াল করতেই ইসলামি ইরানের বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ চালাচ্ছে এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে।

তিনি আজ (রোববার) এক টুইটার বার্তায় এ কথা বলেন।

নাসের কানয়ানি আরও বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের হামলায় আট হাজার শিশু হতাহত হয়েছে। এছাড়া চলতি ২০২২ সালে ৪৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, ১৬৪টি ফিলিস্তিনি শিশু আহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে সাড়ে সাতশ'র বেশি ফিলিস্তিনিকে। আর এ ক্ষেত্রে সহযোগিতা করেছে মানবাধিকারের দাবিদার দেশগুলো। ওই সব দেশের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতায় এগুলো হচ্ছে। কেউ কোনো কথা বলছে না।

ইয়েমেনের মানবাধিকার সংস্থা মানবাধিকার দিবস উপলক্ষে বলেছেন, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ইয়েমেনে পাঁচ হাজারের বেশি নারী হতাহত হয়েছেন।

পাশ্চাত্যের দেশগুলো যখন ইরানকে মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে দোষারোপ করছে তখনি তিনি এসব কথা বললেন।#   

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।