ডিসেম্বর ১৫, ২০২২ ১৭:৪৬ Asia/Dhaka
  • জেনারেল সালামি
    জেনারেল সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুরা ইরানের ওপর আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করছে। কিন্তু তাদের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না।

তিনি আজ (বৃহস্পতিবার) কোম শহরে এক অনুষ্ঠানে আরও বলেছেন, ইসলামি বিপ্লবের দর্শন শত্রুদের পছন্দনীয় নয়। নিষেধাজ্ঞা হলো সবচেয়ে ধ্বংসাত্মক কৌশল যা কয়েকটি দেশ ঐক্যবদ্ধভাবে একটি জাতির বিরুদ্ধে প্রয়োগ করতে পারে। এই ধ্বংসাত্মক নিষেধাজ্ঞাও ইরানের বিরুদ্ধে কাজে আসে নি। শত্রুরা এর মাধ্যমেও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি।

আইআরজিসি'র কমান্ডার বলেন, নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেওয়ার সক্ষমতা একটি জাতীয় গৌরব। ইরান নিজেদের প্রয়োজনীয়তা দেশের ভেতরেই মেটাচ্ছে। ইরানের বিরুদ্ধে ব্যর্থতার কারণে শত্রুরা ক্ষিপ্ত হয়েছে।

মেজর জেনারেল সালামি বলেন, শত্রুরা সব পথেই চেষ্টা চালিয়েছে। কিন্তু ফল পায়নি। তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তাকফিরি সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে, মনস্তাত্ত্বিক লড়াই চালাচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে একঘরে করার চেষ্টা চলছে। এতো সব চেষ্টা চালিয়েও শত্রুরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তারা কোনো দিনই এই লক্ষ্যে পৌঁছাতে পারবে না।#   

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ