ডিসেম্বর ১৮, ২০২২ ১৯:৩০ Asia/Dhaka
  • ঈসা যারেপুর
    ঈসা যারেপুর

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী ঈসা যারেপুর বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই অন্তত দু'টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। এরপর পর্যায়ক্রমে আরও কয়েকটি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আজ (রোববার) বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

ইরানের আইসিটি মন্ত্রী আরও বলেন- 'নাহিদ-১' ও 'নাহিদ-২' নামের স্যাটেলাইট দু'টি ইরানি বিশেষজ্ঞরা তৈরি করেছেন এবং এগুলোকে মহাকাশে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।

এর আগে তিনি জানিয়েছেন, খৈয়াম স্যাটেলাইটের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সংস্করণ তৈরি হবে। এছাড়া স্যাটেলাইট ক্ষেত্রে রাশিয়ার সাথে ইরানের ৪ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

ইসলামি বিপ্লবের পর থেকে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে এবং মহাকাশ গবেষণা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। #

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ