দূরের লক্ষ্যবস্তুতে আঘাতের জন্য অস্ত্রবাহী ড্রোন ব্যবহার করা হচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i118438-দূরের_লক্ষ্যবস্তুতে_আঘাতের_জন্য_অস্ত্রবাহী_ড্রোন_ব্যবহার_করা_হচ্ছে_ইরান
ইরানের বিমান বাহিনী নিজের যুদ্ধ সক্ষমতা বাড়াতে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম স্মার্ট ও নির্ভুল অস্ত্রে সজ্জিত ড্রোন ব্যবহার করছে। তবে ইরান অস্ত্র বহনে সক্ষম ড্রোনের পাশাপাশি পর্যবেক্ষণ বিমান ব্যবহার করে থাকে। এ ধরণের ড্রোন শত্রুর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করার উপযুক্ত পরিস্থিতি তৈরি করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৪, ২০২৩ ১৭:০৩ Asia/Dhaka
  • মাহদি হাদিয়ান
    মাহদি হাদিয়ান

ইরানের বিমান বাহিনী নিজের যুদ্ধ সক্ষমতা বাড়াতে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম স্মার্ট ও নির্ভুল অস্ত্রে সজ্জিত ড্রোন ব্যবহার করছে। তবে ইরান অস্ত্র বহনে সক্ষম ড্রোনের পাশাপাশি পর্যবেক্ষণ বিমান ব্যবহার করে থাকে। এ ধরণের ড্রোন শত্রুর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করার উপযুক্ত পরিস্থিতি তৈরি করে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহদি হাদিয়ান আজ (শনিবার) এসব কথা বলেছেন।

তিনি  আরও বলেছেন, ড্রোন শক্তি ইরানের আকাশকে শত্রুমুক্ত রাখার সক্ষমতা বাড়িয়েছে। এই প্রযুক্তিকে সেভাবেই ব্যবহার করা হচ্ছে।

ইরানের এই কমান্ডার বলেন, ইরানের সামরিক নীতি প্রতিরক্ষার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। যেকোনো প্রকৃত প্রতিরক্ষা ও প্রতিরোধ গড়ে তোলার জন্য নির্ভরযোগ্য সামরিক প্রযুক্তি এবং শক্তিশালী ও সুসজ্জিত সশস্ত্র বাহিনী থাকা অপরিহার্য।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।