জানুয়ারি ৩১, ২০২৩ ১৯:২৫ Asia/Dhaka

ইসলামী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি মার্কিন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশ নিজের ভূখণ্ডে বা স্বার্থের ওপর কোনো ধরনের আগ্রাসন বরদাশত করবে না, বরং আগ্রাসীদেরকে অত্যন্ত কঠোর ও অনুশোচনা-জাগানো জবাব দেবে। 

তিনি ইরানের বিরুদ্ধে হুমকিসুলভ বক্তব্যের আইনি ও আন্তর্জাতিক দায় মনে রাখতে এবং উস্কানিমূলক বক্তব্যের রাজনৈতিক পরিণতির বিষয়ে আরও বেশি ভাবতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। 

ইরানকে কথিত পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে মার্কিন সরকার সামরিক পন্থাসহ সব ধরনের পন্থা ব্যবহারের জন্য প্রস্তুত বলে দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বক্তব্যের জবাবে এই কড়া হুঁশিয়ারি দিলেন ইসলামী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

ইরানের পরমাণু তৎপরতা যে শান্তিপূর্ণ তেহরান তা বার বার জোর দিয়ে বলে আসছে।  আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ'র বহু রিপোর্টেও যে এ বিষয়টির সত্যায়ন করা হয়েছে তা স্মরণ করিয়ে দিয়েছেন কানয়ানি। 

ইরানের নিরাপত্তা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো স্থান নেই সে কথা স্মরণ করিয়ে দেয়ার পাশাপাশি তিনি এও বলেছেন যে তেহরান পরমাণু ক্ষেত্রে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি অব্যাহত রেখেছে। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে দেশের উন্নয়নের স্বার্থের জন্য যতটা জরুরি ততটাই এই কর্মসূচি নিয়ে তেহরান এগিয়ে যাবে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়ে দেন।

মার্কিন সরকার ইরানের জনগণকে সমর্থন করছে বলে যে হাস্যকর দাবি করছে সে প্রসঙ্গে কানয়ানি বলেছেন, এই ভণ্ডামি বন্ধ করুন এবং ইরানি জাতির রাজনৈতিক প্রজ্ঞাকে খাটো করে দেখবেন না। 

কানয়ানি আরও বলেছেন, ইরানের সাম্প্রতিক সহিংসতায় ইরানিরা দেখেছে যে কিভাবে মার্কিন সরকার ও তার কোনো কোনো ইউরোপিয় মিত্র নিজেদের অশুভ লক্ষ্য বাস্তবায়নের জন্য এই জাতির নিরাপত্তাকে কুরবানি করার সর্বোচ্চ অপচেষ্টা চালিয়েছে নানাভাবে এবং এ লক্ষ্যে তারা দাঙ্গা উস্কে দেয়ার চেষ্টা করেছে। কিন্তু অতীতের মত তারা এবারও ব্যর্থ হয়েছে এবং সচেতন ইরানি জাতি তাদেরকে হতাশ করেছে বলে তিনি উল্লেখ করেছেন।

মার্কিন সরকার ও তার ইউরোপীয় মিত্ররা ইরানের ঘরোয়া বিষয়ে মিথ্যাচার চালিয়ে কিছুই অর্জন করতে পারবে না এবং তেহরান ইরান বিরোধী তৎপরতার জন্য তাদেরকেই দায়ি করে যাবে বলেও তিনি জানিয়ে দেন।  

এটা স্পষ্ট বৃদ্ধ সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন সরকার ইসলামী ইরানের শক্তিমত্তার অবস্থা ভালো করেই জানে বলে দেশটির ওপর সরাসরি হামলার সাহস করছে না, কিন্তু নানা ধরনের মিথ্যা প্রচারণা ও মুষ্টিমেয় ভাড়াটে সন্ত্রাসীদের উস্কে দিয়ে ইরানের ওপর চাপ জোরদারের ব্যর্থ চেষ্টা করছে। আর মাঝে মাঝে হুংকার ছাড়ার বদভ্যাস ত্যাগ করা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর পক্ষে সহজেই সম্ভব হয় না। #

পার্সটুডে/এমএএইচ/৩১     

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ