‘ইরানি জনগণ ইসলামি শাসনব্যবস্থার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে’      
(last modified Sun, 12 Feb 2023 04:17:03 GMT )
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১০:১৭ Asia/Dhaka
  • ‘ইরানি জনগণ ইসলামি শাসনব্যবস্থার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে’      

ইরানের অন্যতম ভাইস প্রেসিডেন্ট মোহসেন রেজায়ি বলেছেন, শত্রুদের সব রকম ষড়যন্ত্র, অপচেষ্টা, হুমকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামি বিপ্লব ৪৪ বছরে পা দিয়েছে এবং এদেশের জনগণ সঠিক সময়ে বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় সর্বোচ্চ সংখ্যায় উপস্থিত হয়ে ইসলামি শাসনব্যবস্থার প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছে।

গতকাল (শনিবার) ১১ ফেব্রুয়ারি ইরানের ইসলামি বিপ্লবের ৪৪তম বিজয় বার্ষিকীতে রাজধানী তেহরানসহ সারাদেশের লাখ লাখ মানুষ বিজয়ের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ও তার মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি পদস্থ সব কর্মকর্তা শনিবারের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

মোহসেন রেজায়ি বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণ করে বলেন, আজ ইরানি জনগণ আরেকবার প্রমাণ করেছে যে, ইসলামি শাসনব্যবস্থার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

গত কয়েক মাসে ইরানের দাঙ্গা ও সহিংসতার প্রতি ইঙ্গিত করে ভাইস প্রেসিডেন্ট রেজায়ি বলেন, বিগত বছরগুলোর বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রার তুলনায় চলতি বছরের শোভাযাত্রার গুণগত পার্থক্য রয়েছে।এ বছর বিশ্ব সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তিগুলো ইরানি জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু তাদের সে অপচেষ্টা বরং উল্টো ফল দিয়েছে। ইরানি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী হয়েছে এবং তারা এদেশের ইসলামি শাসনব্যবস্থাকে অটুট রাখতে বদ্ধপরিকর।#:

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ