মার্চ ০৪, ২০২৩ ১০:২৭ Asia/Dhaka
  • ইরান-সীমান্তবর্তী তুর্কমেনিস্তানে দূতাবাস খুলতে যাচ্ছে তেল আবিব

ইরানের সীমান্তবর্তী মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে স্থায়ী দূতাবাস খুলতে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল।তেল আবিব দাবি করেছে, দূতাবাস খুলতে যাওয়ার এ ঘটনা মধ্য এশিয়ায় ইসরাইলের প্রভাব বৃদ্ধির প্রমাণ। ইসলামি প্রজাতন্ত্র ইরান এর আগে তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির ব্যাপারে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়েছে।

ইসরাইলের হিব্রু ভাষার দৈনিক হায়োম জানিয়েছে, ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন তুর্কমেনিস্তানের রাজধানী এশকাবাদে স্থায়ী দূতাবাস উদ্বোধন করতে ‘শিগগিরই’ দেশটি সফরে যাবেন। দৈনিকটি জানিয়েছে, ইরান-তুর্কমেন সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে উদ্বোধন হতে যাওয়া দূতাবাসটি ইরান সীমান্তের সবচেয়ে কাছাকাছি কোনো ইসরাইলি কূটনৈতিক মিশন হতে যাচ্ছে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন দৈনিক হায়োমকে বলেছেন, তুর্কমেনিস্তানের সঙ্গে ইসরাইলের ‘গুরুত্বপূর্ণ ও কৌশলগত’ সম্পর্ক রয়েছে। তিনি দাবি করেন, দূতাবাস উদ্বোধনের ঘটনা তেহরানকে এই বার্তা পাঠাবে যে, আঞ্চলিক দেশগুলোতে ইসরাইলের প্রভাব বাড়ছে।

প্রায় এক দশক আগে তুর্কমেনিস্তানে অস্থায়ী দূতাবাস খুলেছিল তেল আবিব। এবার যে ভবনে ইসরাইলের দূতাবাস খোলা হচ্ছে সেটি ইরানের অপর সীমান্তবর্তী দেশ আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থিত ইসরাইলি দূতাবাসের অনুরূপ। 

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি গত বছরের আগস্ট মাসে এশকাবাদে একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের অবকাশে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে বলেছিলেন, মধ্য এশিয়ায় ইসরাইলের উপস্থিতি এ অঞ্চলে কেবল উত্তেজনা বাড়াবে। কারণ, ইসরাইল যেখানেই যায় সেখানে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ