মার্চ ০৫, ২০২৩ ০৯:৪৮ Asia/Dhaka
  • আইএইএ ‘পেশাদার’ ভূমিকা পালন করবে: প্রেসিডেন্ট রায়িসির আশাবাদ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ তার দেশের বেসামরিক পরমাণু কর্মসূচির ব্যাপারে একটি ‘পেশাদার’ ভূমিকা পালন করবে বলে তেহরান আশা করছে। একইসঙ্গে ইরান মনে করছে, আইএইএ তার কাজে সুনির্দিষ্ট কিছু দেশের রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হওয়া থেকে বিরত থাকবে।

তেহরান সফররত আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি গতকাল (শনিবার) তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রেসিডেন্ট রায়িসি এ আহ্বান জানান। তিনি বলেন, ইরান নিজের সদিচ্ছার প্রমাণ দিতে আইএইএ’কে সর্বোচ্চ সহযোগিতা করেছে। রায়িসি বলেন, ইরান যে সংস্থাটিকে সর্বোচ্চ সহযোগিতা করছে গ্রোসির চলতি তেহরান সফরই তার সুস্পষ্ট প্রমাণ।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আইএইএ’র উচিত তার দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে বাস্তব চিত্র তুলে ধরো এবং পরিদর্শকরা সত্যিকার অর্থে তাদের পরিদর্শনে যা কিছু দেখেন সেটাই তাদের প্রতিবেদনে উপস্থাপন করা।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, শিল্প, কৃষি ও চিকিৎসা সেবা খাতে জনগণের জীবনমান উন্নত করতে পারমাণবিক জ্বালানী অত্যন্ত জরুরি।আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলসহ কিছু সুনির্দিষ্ট দেশ ইরানি জনগণের ওপর চাপ বৃদ্ধির কৌশল হিসেবে পরমাণু কর্মসূচিকে অজুহাত হিসেবে ব্যবহার করছে বলে জানান ইব্রাহিম রায়িসি।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল এমন সময় ইরানের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে যখন সে নিজে আইএইএ’র সদস্য নয় এবং এই সংস্থার কোনো আইন মেনে চলে না।

সাক্ষাতে রাফায়েল গ্রোসি বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার অত্যন্ত গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। এর ফলে ভবিষ্যতে তার সংস্থার সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী হওয়ার পথ সুগম হয়েছে। আইএইএ’র মহাপরিচালক একথা স্বীকার করেন যে, জনগণের জীবনমান উন্নয়নের জন্য পারমাণবিক জ্বালানী ব্যবহারের বিকল্প নেই।

আইএইএ’র পরিদর্শকরা ইরানের একটি পরমাণু স্থাপনায় শতকরা ৮৪ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কণা খুঁজে পেয়েছেন বলে পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তেহরান সফরে এলেন গ্রোসি। তেহরান ওই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

 

 

ট্যাগ