মার্চ ০৫, ২০২৩ ১৪:২৮ Asia/Dhaka
  •  পার্লামেন্টে পাস হওয়া আইনের সাথে সঙ্গতি রেখেই চুক্তি হয়েছে: কামালবান্দি

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির তেহরান সফরের সময় দুই পক্ষের মধ্যে যে চুক্তি হয়েছে তা ইরানের পার্লামেন্টে পাস হওয়া আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

তিনি আজ (রোববার) ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান। গতকাল (শনিবার) ইরান ও আইএইএ যৌথভাবে ঘোষণা করে যে, দুপক্ষের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং কিছু অমীমাংসিত ইস্যুর সমাধান করার জন্য তারা চুক্তিতে উপনীত হয়েছে। আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির দুদিনব্যাপী তেহরান সফরের শেষ পর্যায়ে ওই যৌথ বিবৃতি ঘোষিত হয়।

সফরে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামির সঙ্গে সাক্ষাৎ করেন গ্রোসি। সফরকালে ইরান আইএইএকে আরো বেশি সহযোগিতা করতে এবং ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সংস্থাটির বিশেষজ্ঞদের পরিদর্শন আরো বাড়াতে সম্মত হয়।

কিন্তু এই চুক্তিতে ২০২০ সালের ডিসেম্বরে ইরানের পার্লামেন্টে দেশের পরমাণু কর্মসূচির ব্যাপারে পাস হওয়া আইন লঙ্ঘিত হয়েছে কিনা- জানতে চাইলে কামালবান্দি বলেন, কোনো অবস্থাতেই ওই আইন লঙ্ঘিত হয়নি বরং পার্লামেন্টের আইনটির সঙ্গে সঙ্গতি রেখেই চুক্তি করা হয়েছে। ইরানের পার্লামেন্টে পাস হওয়া আইনটিতে বলা হয়েছে, ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অতিরিক্ত কোনো সহযোগিতা আইএইএকে করা যাবে না।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ