ইরানের জামকারান মসজিদে পবিত্র শবে বরাত ও ইমাম মাহদি (আ.)-এর জন্মদিন পালিত
(last modified Sat, 11 Mar 2023 12:28:23 GMT )
মার্চ ১১, ২০২৩ ১৮:২৮ Asia/Dhaka
  • ১৫ শা\'বানের রাতে জামকারান মসজিদ প্রাঙ্গণে হাজার হাজার মুসল্লি
    ১৫ শা\'বানের রাতে জামকারান মসজিদ প্রাঙ্গণে হাজার হাজার মুসল্লি

ইরানের কোম শহরের উপকণ্ঠে অবস্থিত জামকারান মসজিদে প্রতিবছরের ন্যায় এবারো যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে ইমাম মাহদি (আ.)-এর শুভ জন্মবার্ষিকী পালিত হয়েছে।

পবিত্র শবে বরাত বা ১৫ শা'বানের রাতে মসজিদটি প্রাঙ্গণে ভিড় করেন ইমাম মাহদি (আ.)'র হাজার হাজার ভক্ত ও অনুসরাী। তারা সারারাত জেগে ইমাম মাহদি (আ.)'র আবির্ভাবের অপেক্ষায় নামাজ ও দোয়া পাঠ করেন। 

ইমাম মাহদি (আ.)'র বরকতময় জন্মবার্ষিকী উপলক্ষে জামকারান মসজিদটিতে আলোকসজ্জা করা হয়। ধর্মীয় নগরী কোম থেকে ৬ কিলোমিটার দূরে জামকারান গ্রামের কাছে এই মসজিদ অবস্থিত।

অতীতে এই মসজিদটি ‘কাদামগাহ মসজিদ নামে পরিচিত ছিল। পরবর্তীতে জামকারান গ্রামের নিকটবর্তী হওয়ার কারণে ধীরে ধীরে এর নাম হয় জামকারান মসজিদ। কোনো কোনো ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, ইমাম মাহদি (আ.)র আবির্ভাবের পর তাঁর শাসনকার্য পরিচালনার অন্যতম কেন্দ্র হবে এই মসজিদ।#  

পার্সটুডে/আশরাফুর রহমান/১১