সাক্কেজ-এর জুমা-ইমাম:
সুন্নি মতেও ইমাম মাহদি-আ. ন্যায়বিচার ও বিশ্ববাসীর সুপথ দেখানোর প্রতীক
-
ইমাম মাহদির কল্পিত ছবি ও ইনসেটে ইরানের কুর্দিস্তানের সাক্কেজ শহরের জুমা-ইমাম
পার্স-টুডে- ইরানের কুর্দিস্তান প্রদেশের সাক্কেজ শহরের জুমার নামাজের ইমাম মামুস্তা মাহমুদ ইবনুল খাইয়্যাত বলেছেন, সুন্নি মুসলমানরা মনে করেন যে ইমাম মাহদি-আ. (মহান আল্লাহ তাঁর পুনরাবির্ভাব ত্বরান্বিত করুন) ন্যায়বিচার ও বিশ্ববাসীর সুপথ দেখানোর প্রতীক।
ইরানি-কুর্দিস্তানি এই সুন্নি ইমাম বলেছেন, ইমাম মাহদি-আ. কেবলই যে ইসলামের মহানবীর (তাঁর ওপর ও তাঁর পবিত্র বংশধরদের ওপর বর্ষণ হোক আল্লাহর দরুদ) বংশধর তা নন, একইসঙ্গে তিনি গোটা মানবতাকে সুপথ দেখানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবেন এবং জুলুম ও দুর্নীতির অবসান ঘটাবেন যখন তাঁর পুনরাবির্ভাব ঘটবে।
পার্স-টুডে জানিয়েছে, মামুস্তা মাহমুদ ইবনুল খাইয়্যাত ইরানের তাকরিব নামক সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে সুন্নি মুসলমানদের মধ্যে ইমাম মাহদির মর্যাদা ও ইসলামী চিন্তা-বিশ্বাসে এই মহামানবের ব্যক্তিত্বের গুরুত্ব প্রসঙ্গে আরও বলেছেন, সুন্নি মুসলমানরা ব্যাপক মাত্রায় ইমাম মাহদির (আ.) প্রতি বিশ্বাস রাখেন এবং তাঁকে মানবজাতির ত্রাণকর্তা বা মুক্তিদাতা হিসেবে জানেন।
এই বিশিষ্ট সুন্নি আলেম নির্ভরযোগ্য সুন্নি বর্ণনাগুলোর সূত্র উল্লেখ করে জোর দিয়ে বলেছেন, এইসব সূত্র বা উৎসে বিপুল সংখ্যক হাদিসে ইমাম মাহদি-আ.'র আবির্ভাব এবং বিশ্বজুড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার উল্লেখ রয়েছে।
মামুস্তা মাহমুদ ইবনুল খাইয়্যাত আরও বলেছেন, ইমাম মাহদি (আ.) মহানবী মুহাম্মাদ (সা.)'র বংশধর; তিনি বিশ্বব্যাপী ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সংকটাপন্ন বিশ্ব থেকে জুলুম ও দুর্নীতির মূলোৎপাটন করতে শেষ পর্যন্ত আবারও আবির্ভূত হবেন;- আর এই দৃষ্টিভঙ্গি মুসলমানদের মধ্যে বিশেষ করে সুন্নি মুসলমানদের মধ্যে বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ মনে করা হয় যে এর মাধ্যমেই বিশ্বব্যাপী ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যাপারে খোদায়ি প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন হবে।
তিনি ইসলামের মহানবী মুহাম্মাদ (সা.)'র সঙ্গে ইমাম মাহদি-আ'র নামের মিল থাকার বিষয়টি তুলে ধরে বলেছেন, এই মিল বংশীয় সম্পর্ক থাকার দিকটি ছাড়াও উভয়ের মিশন বা লক্ষ্যের অভিন্নতাও তুলে ধরে, কারণ ইমাম মাহদি-আ.ও ইসলামের মহানবীর (সা)'র মত মানবজাতির পথ-প্রদর্শক হবেন; তবে পার্থক্য এইটুকু যে তিনি ইতিহাসের এক বিশেষ সময়ে আসবেন এবং তাঁর মিশন হবে ন্যায়-বিচার-ভিত্তিক একটি বিশ্ব-রাষ্ট্র গড়ে তোলা।
সাক্কেজ শহরের জুমা-ইমাম আরও বলেছেন, প্রতিশ্রুত ইমাম মাহদির প্রতি বিশ্বাস সুন্নি মুসলমানদের ইমান বা আকিদা-বিশ্বাসের অন্যতম অংশ এবং ইসলামী উৎসগুলোতে এর ওপর ব্যাপক গুরুত্ব দেখা যায়।
তিনি আরও বলেছেন, ইমাম মাহদি-আ.'র আবির্ভাব কেবল সামাজিক ও রাজনৈতিক বিষয়ের সংস্কারের জন্যই জরুরি নয় ইসলামী মূল্যবোধগুলোর ভিত্তিতে এক বৈশ্বিক-ব্যবস্থা গড়ে তোলার জন্যও জরুরি। #
পার্সটুডে/এমএএইচ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।