এপ্রিল ৩০, ২০২৩ ১৮:০৯ Asia/Dhaka
  • সন্ত্রাসী গোষ্ঠীর রিং লিডার জামশিদ শারমাহদ
    সন্ত্রাসী গোষ্ঠীর রিং লিডার জামশিদ শারমাহদ

আমেরিকা-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর রিং লিডার জামশিদ শারমাহদের মৃত্যুদণ্ডের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার কঠোর প্রতিবাদ জানিয়েছে ইরান।

ইরানের মানবাধিকার বিষয়ক সংস্থার সেক্রেটারি এবং বিচার বিভাগের প্রধানের সহকারী কাজেম গরিবাবাদী এক টুইটার বার্তায় বলেন, বোরেলের মন্তব্যের মধ্যদিয়ে মানবাধিকার রক্ষা নিয়ে ইউরোপের সত্যিকারের চেহারা উন্মোচিত হয়েছে।
বোরেল বলেছেন, জার্মান-ইরানি নাগরিক জামশিদ শারমাহদের বিরুদ্ধে তেহরানের আদালত মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে তার জোরালো নিন্দা জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। জামমিদের মৃত্যুদণ্ড দেয়া থেকে বিরত থাকতে ইরানের প্রতি আহ্বান জানান বোরেল।

তার এই বিবৃতির একদিন পর কাজেম গরিবাবাদি প্রতিবাদ জানিয়ে বলেন, ইরানের একজন সন্ত্রাসীকে ইউরোপ ও আমেরিকা আশ্রয় এবং সমর্থন দিয়ে আসছে। এখন সে আইনের হাতে ধরা পড়ার পর তার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নিন্দার পরিবর্তে একজন সন্ত্রাসীর পক্ষ নিয়ে কথা বলছেন। কিন্তু যেসব মানুষ এই সন্ত্রাসীর শিকারে পরিণত হয়েছে তাদের অধিকার ইউরোপ-আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ নয়।
তেহরানের বিপ্লবী আদালত ২২ এপ্রিল ভূপৃষ্ঠে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এই গোষ্ঠীর রিংলিডার জামশিদ শারমাহদকে মৃত্যুদণ্ড দেয়। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ২০২০ সালের আগস্ট মাসে জামশিদ শারমাহদকে আটক করার কথা ঘোষণা করে। তার বিরুদ্ধে আমেরিকায় অবস্থান করে ইরানে সন্ত্রাসী হামলা ও নাশকতামূলক তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়।
৬৭ বছর বয়সি এই সন্ত্রাসী নেতার বিরুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে গোয়েন্দাবৃত্তির কাজে আমেরিকাকে সহযোগিতা করার অভিযোগও প্রমাণিত হয়েছে। আদালতের সাক্ষ্যপ্রমাণের বরাত দিয়ে বার্তা সংস্থা মিজান জানিয়েছে, শারমাহদ ইরানব্যাপী ২৩টি সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করে পাঁচটিতে সফল হয়েছে। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পাবে শারমাহদ।#
পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ