কাস্পিয়ান সাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত চালু হচ্ছে রেল যোগাযোগ
(last modified Sun, 14 May 2023 02:49:37 GMT )
মে ১৪, ২০২৩ ০৮:৪৯ Asia/Dhaka
  • খেইরুল্লাহ খাদেমি
    খেইরুল্লাহ খাদেমি

ইরানের ভেতর দিয়ে কাস্পিয়ান সাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত একটি বিশাল রেল লাইন প্রকল্প চালু করতে যাচ্ছে ইরান। ইরানের উপ পরিবহনমন্ত্রী খেইরুল্লাহ খাদেমি এ খবর জানিয়ে বলেছেন, কাস্পিয়ান সাগর থেকে দেশের রাশত শহর পর্যন্ত ৩৭ কিলোমিটার দীর্ঘ রেল লাইন স্থাপনের কাজ আগামী জুলাই মাসের শেষ নাগাদ সমাপ্ত হবে।

এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় পারস্য উপসাগরে বন্দরআব্বাস বন্দর থেকে রাশত পর্যন্ত রেল লাইন থাকলেও রাশত থেকে ইরানের উত্তর প্রান্তে অবস্থিত কাস্পিয়ান সাগর পর্যন্ত কোনো রেললাইন ছিল না। এই ৩৭ কিলোমিটার পথ দুর্গম বলে এতদিন তাতে রেললাইন স্থাপনকে সাশ্রয়ী মনে করা হয়নি।

খাদেমি বলেছেন, রেল সংযোগটি চালু হলে কাস্পিয়ান সাগরের ‘বন্দর কাস্পিয়ান’ থেকে দক্ষিণের বন্দর আব্বাস পর্যন্ত পণ্য পরিবহন সহজতর হবে। রাশিয়া এই রেলপথ দিয়ে কাস্পিয়ান সাগরের মাধ্যমে তার কার্গোগুলোকে পারস্য উপসাগরে নিতে পারবে বলে তিনি জানান।

ইরানের এই মন্ত্রী বলেন, “রাশত-কাস্পিয়ান রেল সংযোগ প্রকল্প আগামী দুই মাসের মধ্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। এর ফলে কাস্পিয়ান সাগর ইরানের রেল নেটওয়ার্কের আওতায় চলে আসবে। আর এই নেটওয়ার্কের মাধ্যমে রাশিয়া তার পণ্য পারস্য উপসাগর পর্যন্ত নিতে পারবে।”

রাশত শহর থেকে কাস্পিয়ান সাগর হয়ে রেললাইনটিকে আজারবাইজান সীমান্তবর্তী আস্তারা শহর পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ইরানের। রাশিয়ার অর্থায়নে বাস্তবায়নযোগ্য এই রেল প্রকল্প চালু হলে কয়েকটি দেশের রেল নেটওয়ার্কের সহযোগিতায় ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির সঙ্গে কাস্পিয়ান সাগরের রেল সংযোগ চালু হবে।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ