ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য: সুইস রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
https://parstoday.ir/bn/news/iran-i123452-ইরানের_অভ্যন্তরীণ_বিষয়ে_মন্তব্য_সুইস_রাষ্ট্রদূতকে_পররাষ্ট্র_মন্ত্রণালয়ে_তলব
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক মন্তব্য করার জন্য তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাদিনে ওলিভিয়েরো লোজানোকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। রোববার ওই মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে একথা জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২২, ২০২৩ ০৮:৩৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক মন্তব্য করার জন্য তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাদিনে ওলিভিয়েরো লোজানোকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। রোববার ওই মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে একথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সুইজারল্যান্ড ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করার জন্য ‘অপ্রচলিত ও অপেশাদারভাবে’ তার দূতাবাসকে ব্যবহার করায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

সুইস দূতাবাস শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে ইরানে নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে হত্যার দায়ে অভিযুক্ত তিন যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করার নিন্দা জানায়।একইসঙ্গে ওই টুইটার পোস্টে ইরানকে মৃত্যুদণ্ডের বিধান তুলে দেয়ারও আহ্বান জানানো হয়।

এর প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকে তলব করে বলা হয়, দূতাবাসের পক্ষ থেকে যে টুইটার বার্তা প্রকাশ করা হয়েছে তাতে ইরান-সুইজারল্যান্ড ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন ঘটেনি। এ সময় রাষ্ট্রদূত লোজানো ইরানের প্রতিবাদের বিষয়টি সুইস সরকারের কাছে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন।

ইরানের সর্বোচ্চ আদালতের রায়ের সূত্র ধরে গত শুক্রবার তিন যুবকের ফাঁসি কার্যকর করা হয়। ওই তিন যুবক গত বছর ইরানে বিদেশি মদদে সহিংসতা চলার সময় ইস্পাহান শহরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে একজন কর্নেলসহ তিনজন নিরাপত্তা কর্মীকে হত্যা করার দায়ে অভিযুক্ত হয়।সমস্ত আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার ভোরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।