মহাসড়ক নির্মাণে ইরানের সহযোগিতা চাইলেন তুর্কমেনিস্তানের নেতা
(last modified Wed, 31 May 2023 16:56:17 GMT )
মে ৩১, ২০২৩ ২২:৫৬ Asia/Dhaka
  • মহাসড়ক নির্মাণে ইরানের সহযোগিতা চাইলেন তুর্কমেনিস্তানের নেতা

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইরান ও তুর্কমেনিস্তান হচ্ছে পরস্পরের আত্মীয়। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে রয়েছে অনেক মিল। এটা দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষকরে জ্বালানি ও সড়ক নির্মাণ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্র তৈরি করেছে।

তুর্কমেনিস্তানের পিপল'স কাউন্সিলের চেয়ারম্যান কুরবানকুলি বেরদিমুহাম্মাদেভ ও তার সফরসঙ্গীরা আজ (বুধবার) বিকেলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে বৈঠক করতে গেলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইরান-তুর্কমেনিস্তান সীমান্তের অদূরবর্তী এলাকা থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত একটি মহাসড়ক নির্মাণের জন্য ইরানি বিশেষজ্ঞদেরকে সেদেশে পাঠানোর যে আহ্বান তুর্কমেনিস্তানের পিপল'স কাউন্সিলের চেয়ারম্যান জানিয়েছেন তাতে সাড়া দেওয়ার সক্ষমতা ইরানের সড়ক মন্ত্রণালয়ের রয়েছে।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, বিশ্ব অর্থনীতিতে সড়ক ও রেল যোগাযোগের গুরুত্ব বিবেচনায় ইরান উত্তর থেকে দক্ষিণে ট্রানজিট রুটটির কাজ সম্পন্ন করতে বদ্ধপরিকর, যাতে তুর্কমেনিস্তান ও এর আশেপাশের দেশগুলোকে ওমান সাগরের সঙ্গে সংযুক্ত করা যায়।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ