কুরআন অবমাননার প্রতিবাদ
সুইডেনে নতুন রাষ্ট্রদূত পাঠানোর প্রশাসনিক প্রক্রিয়া স্থগিত করেছে ইরান
-
আমির-আব্দুল্লাহিয়ান
সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে দেশটিতে নতুন রাষ্ট্রদূত পাঠানোর প্রশাসনিক প্রক্রিয়া স্থগিত করেছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান একথা ঘোষণা করে বলেছেন, “সব প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়া সত্ত্বেও আপাতত সুইডেনে রাষ্ট্রদূত পাঠানোর বিষয় স্থগিত রাখা হয়েছে। সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটায় এ সিদ্ধান্ত নিয়েছে তেহরান।”
আমির-আব্দুল্লাহিয়ান নিজের অফিসিয়াল টুইটার পেজে ফার্সি ভাষায় দেয়া এক পোস্টে আরো লিখেছেন, তিনি বিষয়টি নিয়ে সুইডেনে নিযুক্ত নয়া ইরানি রাষ্ট্রদূত হোজাতোল্লাহ ফাগানির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ ঘোষণার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছিল, পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদ হিসেবে সুইডেনে নতুন রাষ্ট্রদূত পাঠানোর সিদ্ধান্ত স্থগিত রাখতে যাচ্ছে তেহরান। সম্প্রতি আগের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ফাগানি নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন। তবে তিনি এখনও নতুন কর্মস্থলে যাননি।
গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি আগে থেকে ঘোষণা দিয়ে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। তাদেকে এই ন্যক্কারজনক কাজ করার অনুমতি দেয় একটি সুইডিশ আদালত। কুরআন অবমাননা করার জন্য ওই ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা পবিত্র ঈদুল আজহার দিনটিকে বেছে নেয়।
ইরান তাৎক্ষণিকভাবে ইসলাম অবমাননাকর এ তৎপরতার তীব্র নিন্দা জানায়। এরপর আরো বহু মুসলিম দেশ সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে এবং ওআইসি জরুরি বৈঠক ডেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে। #
পার্সটুডে/এমএমআই/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।