স্বচ্ছ আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে ডলার থেকে বেরিয়ে আসা অপরিহার্য
(last modified Thu, 06 Jul 2023 03:49:42 GMT )
জুলাই ০৬, ২০২৩ ০৯:৪৯ Asia/Dhaka
  • স্বচ্ছ আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে ডলার থেকে বেরিয়ে আসা অপরিহার্য

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বলদর্পি শক্তির মোকাবেলায় স্বচ্ছ বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হলে মার্কিন ডলার থেকে সরে আসা অপরিহার্য।

সাংহাই সহযোগিতা পরিষদের পূর্ণ সদস্য পদ লাভের পর এই সংস্থার ২৩তম ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট।

তিনি বলেন, সাংহাই সহযোগিতা পরিষদের সদস্যদের মধ্যে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে বিশ্ববাসীর চোখের সামনে একটি স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

ইরানি প্রেসিডেন্ট আরো বলেন, গত কয়েক দশকের অভিজ্ঞতা থেকে দেখা গেছে পশ্চিমা আধিপত্যের মূল ভিত্তি ছিল ডলার এবং সামরিক শক্তি। ফলে এখন ন্যায় ও স্বচ্ছতার সাথে যেকোন বিশ্ব ব্যবস্থা গড়তে গেলে এই ডলার এবং আধিপত্যবাদের ভিত্তি থেকে বেরিয়ে আসতে হবে।

সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদের মে সভ্যতার-সংস্কৃতি ও কৃষ্টি কালচার রয়েছে তা এই সংস্থার মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরিতে সহযোগিতা করতে পারে বলে সাইয়েদ ইব্রাহিম রায়িসি উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৬

ট্যাগ