২ তেলবাহী জাহাজ আটকের চেষ্টা করেনি ইরান
https://parstoday.ir/bn/news/iran-i125248-২_তেলবাহী_জাহাজ_আটকের_চেষ্টা_করেনি_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালীর কাছে দু'টি তেলবাহী জাহাজ আটকের চেষ্টা করেছে বলে আমেরিকা যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৭, ২০২৩ ১৬:১২ Asia/Dhaka
  • ২ তেলবাহী জাহাজ আটকের চেষ্টা করেনি ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালীর কাছে দু'টি তেলবাহী জাহাজ আটকের চেষ্টা করেছে বলে আমেরিকা যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে বুধবার ভোরে হরমুজ প্রণালীর কাছে দু'টি তেলবাহী জাহাজকে আটকের চেষ্টা করেছে ইরানি নৌবাহিনী এবং একটি জাহাজ লক্ষ্য করে গুলিও চালানো হয়েছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, আমেরিকার এই দাবি ভিত্তিহীন। ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে জাহাজ আটকের চেষ্টা করা হয়নি।  

মার্কিন বাহিনী এর আগেও বহু বার এ ধরণের ভিত্তিহীন দাবি করেছে। আমেরিকার বিবৃতিতে এবারের দাবি করা হয়েছে, মার্কিন নৌ বাহিনীর পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখানোর পর জাহাজ দু'টিকে যেতে দিয়েছে ইরানি নৌবাহিনী।  

ইরান এর আগে আইন অমান্য করায় কয়েকটি জাহাজকে হরমুজ প্রণালী থেকে আটক করে আইনি ব্যবস্থা নিয়েছে এবং জাহাজগুলো যে আইন লঙ্ঘন করেছে সে সংক্রান্ত প্রমাণও তুলে ধরেছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।