কুরআন অবমাননার নিন্দা জানাতে বিলম্ব বড় রকমের দ্বিচারিতা
https://parstoday.ir/bn/news/iran-i125426-কুরআন_অবমাননার_নিন্দা_জানাতে_বিলম্ব_বড়_রকমের_দ্বিচারিতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পবিত্র কুরআনের অবমাননার বিরুদ্ধে নিন্দা জানাতে যেকোনো রকমের বিলম্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় রকমের দ্বিচারিতা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১২, ২০২৩ ০৯:৩৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পবিত্র কুরআনের অবমাননার বিরুদ্ধে নিন্দা জানাতে যেকোনো রকমের বিলম্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় রকমের দ্বিচারিতা।

গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৩তম অধিবেশনে বক্তৃতা রাখতে গিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।তিনি বলেন, চলতি ২০২৩ সালে এ নিয়ে ইউরোপের এই দেশটিতে ৬ বার পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এসব ঘটনা ইউরোপে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা, বিদ্বেষ, বৈষম্য এবং শত্রুতা মারাত্মকভাবে ছড়িয়ে দিয়েছে।আমির আব্দুল্লাহিয়ান বলেন, পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘনই নয় বরং বিশ্বের ২০০ কোটি মুসলমানের অধিকার লঙ্ঘন।

এই ধরনের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে জরুরিভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকারের প্রবক্তাদেরকে নিন্দা জানাতে হবে। এ ধরনের ঘটনা বন্ধ করতে তিনি সুইডেন কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।