ইরান জুড়ে কোটি কোটি জনতার বিক্ষোভ; সুইডিশ পণ্য বয়কটের আহ্বান
(last modified Sat, 22 Jul 2023 03:54:14 GMT )
জুলাই ২২, ২০২৩ ০৯:৫৪ Asia/Dhaka
  • ইরান জুড়ে কোটি কোটি জনতার বিক্ষোভ; সুইডিশ পণ্য বয়কটের আহ্বান

সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বার পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে ইরানজুড়ে কোটি কোটি মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। গতকাল (শুক্রবার) জুমার নামাজের পর ইরানের সকল শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সালওয়ান মোমিকা নামে সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ইরাকি শরণার্থী পবিত্র কুরআনের চরম অবমাননা করে। সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জঘন্যতম অপকর্ম করার সময় দেশটির পুলিশ এই নরাধমকে পূর্ণ নিরাপত্তা দেয়।

বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা এই ন্যক্কারজনক অপকর্মের তীব্র নিন্দা জানায়। পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে গত এক মাসের মধ্যে দ্বিতীয়বার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের  কানয়ানি বৃহস্পতিবার ওই রাষ্ট্রদূতকে ডেকে সুইডেনে কুরআন অবমাননার ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে শুক্রবার ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারের পৃষ্ঠপোষকতায় সারাদেশে অনুষ্ঠিত বিক্ষোভ শেষে একটি বিবৃতি প্রকাশ করা হয়।বিবৃতিতে ইরানসহ বিশ্বের সকল মুসলিম দেশকে সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষার বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পশ্চিমা দেশগুলোতে পবিত্র ইসলাম ধর্মের বিস্তার এবং মানুষের অন্তরে পবিত্র কুরআনের ঐশী বাণীর প্রভাবে দাম্ভিক শক্তিগুলো শঙ্কিত হয়ে পড়েছে। এ কারণে পশ্চিমা সরকারগুলো মানুষের কাছে পবিত্র কুরআনের আবেদন হ্রাস করার লক্ষ্যে এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

ইরানে অনুষ্ঠিত বিক্ষোভ শেষে প্রকাশিত বিবৃতিতে এ ধরনের অবমাননাকর তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়।ইরানি বিক্ষোভকারীরা তাদের বিবৃতিতে সুইডিশ পণ্য বয়কটের জন্য বিশ্বের সকল মুসলমানের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/২২

ট্যাগ