সুইডেনে কুরআন পোড়ানো ব্যক্তির সর্বোচ্চ শাস্তি প্রাপ্য: ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i125854-সুইডেনে_কুরআন_পোড়ানো_ব্যক্তির_সর্বোচ্চ_শাস্তি_প্রাপ্য_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সুইডেনে পবিত্র কুরআন অবমাননার মাধ্যমে যে ঔদ্ধত্য দেখানো হয়েছে তা অত্যন্ত তিক্ত ঘটনা যা ষড়যন্ত্রমূলক ও বিপজ্জনক। বিশ্বের সব আলেম এ বিষয়ে একমত যে, এই অপরাধের হোতার সর্বোচ্চ শাস্তি প্রাপ্য।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২২, ২০২৩ ১৭:২৪ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা
    ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সুইডেনে পবিত্র কুরআন অবমাননার মাধ্যমে যে ঔদ্ধত্য দেখানো হয়েছে তা অত্যন্ত তিক্ত ঘটনা যা ষড়যন্ত্রমূলক ও বিপজ্জনক। বিশ্বের সব আলেম এ বিষয়ে একমত যে, এই অপরাধের হোতার সর্বোচ্চ শাস্তি প্রাপ্য।

সম্প্রতি সুইডেনে দুই দফায় পবিত্র কুরআন অবমাননার পর তিনি আজ (শনিবার) এই বার্তা দিলেন।

সর্বোচ্চ নেতা তার বার্তায় আরও বলেছেন, সুইডিশ সরকারেরও জানা উচিৎ তারা পবিত্র কুরআন পোড়ানো ব্যক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়ে গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে সমরসজ্জা গ্রহণ করেছে। তারা নিজেদের জন্য সব মুসলিম জাতি এবং অনেক সরকারের ঘৃণা কুড়িয়েছে ও তাদেরকে শত্রু বানিয়েছে।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, সুইডিশ সরকারের দায়িত্ব হচ্ছে পবিত্র কুরআন পোড়ানো ব্যক্তিকে মুসলিম দেশগুলোর বিচার বিভাগের কাছে হস্তান্তর করা।

ইরানের সর্বোচ্চ নেতা জানান, এই ঘটনার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের জানা উচিৎ পবিত্র কুরআনের সম্মান দিন দিন বাড়তেই থাকবে এবং এর হেদায়াতের আলো আরও বেশি উজ্জ্বল হবে। এ ধরণের ষড়যন্ত্র এবং এর হোতারা ক্রমবর্ধমান এই ঔজ্জ্বল্য ঠেকাতে অক্ষম। 'আর আল্লাহ তার কাজ সম্পাদনে অপ্রতিহত (সূরা ইউসুফ, আয়াত ২১)'।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।