সুইডেন ও ডেনমার্কে কুরআন অবমাননার নিন্দা
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সুইডেন ও ডেনমার্কে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনে অগ্নিসংযোগ এবং জঘন্যভাবে অবমাননা করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা।
গতকাল (শনিবার) এক টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান কুরআন অবমাননার বিরুদ্ধে নিন্দা জানানোয় তুরস্কের প্রশংসা করেন।
তিনি বলেন, পবিত্র কুরআন অবমাননা ইস্যুতে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র জরুরি বৈঠক ডাকা উচিত।সুইডেনে আশ্রয় গ্রহণকারী সালওয়ান মোমিকা নামে এক ইরাকি নাগরিক বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কুরআন অবমাননা করে।
এর আগে জুন মাসেও ওই ব্যক্তি একই কাজ করেছিল। এছাড়া, শুক্রবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে একদল উগ্রবাদী ও ইসলামভীতি প্রচারকারী মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনে অগ্নিসংযোগ করে।
এছাড়া, ইসলাম-বিরোধী স্লোগান সম্বলিত একটি পতাকা তারা বহন করে যাতে ইসলাম ও মুসলমানদেরকে অবমাননা করা হয়। এই গ্রুপ পুলিশি সুরক্ষায় ইরাকি পতাকা এবং পবিত্র কুরআন পায়ে দলে অবমাননা করে।
উগ্রবাদী এই গ্রুপটি বলেছে, বাগদাদে অবস্থিত সুইডেনের দূতাবাসে হামলার প্রতিবাদে তারা কুরআনে অগ্নিসংযোগ ও এই মহাগ্রন্থের অবমাননা করে।তুরস্ককে বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ উল্লেখ করে আমির আব্দুল্লাহিয়ান তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। এ সময় তিনি দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্কের কথা উল্লেখ করেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যকার যৌথ অর্থনৈতিক কমিটির বৈঠক অনুষ্ঠানে তেহরান প্রস্তুত রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।