পবিত্র কুরআন অবমাননার জের
সুইডেন ও ডেনমার্কে তৈরি পণ্য বর্জন করার আহ্বান জানালেন ইরানি কর্মকর্তা
সুইডেন ও ডেনমার্কে তৈরি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন ইরানের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। ওই দুই দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র কুরআনের অবমাননা করার পর তিনি এ আহ্বান জানালেন।
ইরান সরকারের একটি শীর্ষ অর্থনৈতিক পরামর্শ পরিষদের সচিব ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে মুসলিম সরকারগুলোর উচিত পরস্পরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওই দুই দেশের সকল পন্য বয়কট করা।
মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে আরো লিখেছেন, সুইডেন ও ডেনমার্কসহ ইউরোপীয় দেশগুলোতে ইসলাম অবমাননাকর যেসব পদেক্ষপ নেওয়া হচ্ছে তাকে বাক স্বাধীনতা না বলে বর্বরতা বলতে হবে বলে রেজায়ি জানান।
আইআরজিসির সাবেক কমান্ডার বলেন, মুসলিম দেশগুলোকে এখন ডেনমার্ক ও সুইডেনের পণ্য বর্জন করার দায়িত্ব পালন করতে হবে। সেইসঙ্গে এসব দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কার করতে হবে এবং কুরআন অবমাননায় জড়িত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বিচারের আওতায় আনতে হবে। #
পার্সটুডে/এমএমআই/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।