জুলাই ২৮, ২০২৩ ১৮:৫১ Asia/Dhaka

সমগ্র ইরানজুড়ে আজ ঐতিহাসিক আশুরা উপলক্ষে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ সম্রাট হোসাইনি আশুরা উপলক্ষে ওই শোক-মিছিলে ইরানের সর্বস্তরের জনগণ অংশ নেয়। ৬১ হিজরির ১০ মুহররমে কারবালায় নিবেদিত প্রাণ সঙ্গী-সাথীসহ ইমাম হোসাইন (আ) নির্মমভাবে শহীদ হন।

তেহরানের হোসাইন-প্রেমিরা গতরাতব্যাপী শোক পালন করার পর আজ সকাল থেকেই আশুরার শোক-মিছিলে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নেয়। ত্যাগ, তাকওয়া, শাহাদাত এবং সাহসিকতার অনন্য পরাকাষ্ঠা ইমাম হোসাইনের (আ) শাহাদাতের শোক মিছিলে শেষবারের মতো অংশ নিয়ে ইমামের আত্মিক ও আধ্যাত্মিক অনুসৃতির স্বাক্ষর রাখেন তারা।

ইমাম রেজা (আ) এর স্মৃতিধন্য পবিত্র মাশহাদে শহীদ সম্রাট ইমাম হোসাইন (আ) এবং তাঁর সঙ্গী শহীদদের স্মরণে শোক ও আহাজারি করেন। বিশাল জনস্রোতের সেই আহাজারিতে মাশহাদের পরিবেশ ভারি হয়ে ওঠে। শোকার্ত জনতা আশুরার দিনের শ্রেষ্ঠ শহীদ এবং তাঁর সঙ্গীদের সাহসিকতাসহ কারবালার ময়দানের দুর্ভোগের কথা স্মরণ করে গাওয়া শোকগাঁথার সাথে আর্তস্বর মেলান।

Image Caption

ইরানের প্রায় সকল প্রান্ত থেকেই আহলে বাইত (আ.)এর ভক্তরা মাশহাদে ইমাম রেজা (আ) এর মাজারে গিয়ে শোক ও বিলাপের মাধ্যমে নিষ্পাপ ও পবিত্র পরিবারের প্রতি তাদের ভক্তি প্রকাশ করেন। কোমসহ ইরানে নবীবংশের সন্তানদের মাজারগুলোতেও আহলে-বাইতের অনুসারী ইরানের সর্বস্তরের জনতা শোকানুষ্ঠানে অংম নেয়। 

শিরাজের শাহচেরাগেও একই দৃশ্যের অবতারণা হয়। আহমাদ ইবনে মূসা শাহচেরাগের মাজারে আহলে-বাইতপ্রেমিরা সমবেত হয়ে শোক পালন করেন। ইরানের পদস্থ কর্মকর্তাগণও এই শোকানুষ্ঠানে অংশ নেন। কালো পোশাক পরিহিত শোক পালনকারীদের সমাবেশ দৃশ্যত বিলাপ আর বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে।

এদিকে ইরান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে আজ ইমাম হোসাইন (আ) এর  শাহাদাত উপলক্ষে শোকানুষ্ঠান হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, তুরস্ক, লেবানন, সিরিয়াসহ আরও বহু দেশে ঐতিহাসিক আশুরার শোকানুষ্ঠান পালিত হয়েছে।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ