জুলাই ৩১, ২০২৩ ১২:৫০ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, তেহরান এবং বাগদাদের মধ্যকার শক্তিশালী সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা স্থায়ী হতে সহায়তা করবে।

গতকাল (রোববার) রাজধানী ইরাক বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জেনিন এন্টনিট প্লাসার্তের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান একথা বলেছেন।

তিনি বলেন সহযোগিতার ক্ষেত্রে ইরান এবং ইরাক পূর্ণাঙ্গ ভ্রাতৃপতিম সুসম্পর্ক রক্ষা করে চলেছে। দু দেশের মধ্যকার গঠনমূলক ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক ঘটনাবলীতে ইরাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের কথা উল্লেখ করে হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, এর আগে ইরাক এবং ইরানের মধ্যে নিরাপত্তা বিষয়ে যে চুক্তি সই হয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে।গত ১৯ মার্চ ইরান এবং ইরাক দুদেশের সীমান্ত সমন্বয়সহ একটি নিরাপত্তা চুক্তি সই করে।

বৈঠকে জাতিসংঘের ইরাক বিষয়ক দূত বলেন, ইরাকের ঘটনাবলী এবং উন্নয়নে ইরানের প্রভাব বিস্তারকারী ভূমিকা রয়েছে। ইরাক বিষয়ে অভ্যন্তরীণ এবং আঞ্চলিক দৃষ্টিভঙ্গি নিয়েও ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে তিনি ব্রিফ করেন।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ