ইরান দৈনিক তেল উত্তোলন করছে ৩২ লাখ ব্যারেল: তেলমন্ত্রী
ইরানের তেলমন্ত্রী জাওয়াদ অউজি বলেছেন, বর্তমানে ইরান প্রতিদিন প্রায় ৩২ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করছে।
আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েক বছরে ইরানের তেল উত্তোলন ব্যাপক মাত্রায় বেড়েছে।
তেলমন্ত্রী বলেন, তেল উত্তোলন বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি ফার্সি মোরদাদ মাসে গড়ে দৈনিক তেল উত্তোলন ৩৩ লাখ ব্যারেলে পৌঁছাবে। চলতি ফার্সি বছরে জ্বালানি খাতে ১৫ বিলিয়ন ডলারের কয়েকটি প্রকল্পের কাজ সম্পন্ন হবে।
তিনি আজ প্যাসিভ ডিফেন্স কাউন্সিলের এক বৈঠকে আরও বলেন, ইরান ও কাতারের যৌথ তেল খনির সীমানার জিরো পয়েন্টে পড়েছে ফেজ-১১। কিন্তু প্রকল্পের এই ১১ নম্বর ফেজের কাজ নির্ধারিত সময়ের ৩ বছর আগেই সম্পন্ন হয়েছে।
ইরানের অর্থনীতিকে পঙ্গু করতে দেশটির তেল খাতের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরও ইরানের তেল রপ্তানি থামেনি।#
পার্সটুডে/এসএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।