ইসরাইলি হামলায় ইরানের জাতীয় সম্প্রচারমাধ্যম ক্ষতিগ্রস্ত: কোপোস সম্মেলনে বিবৃতি
https://parstoday.ir/bn/news/iran-i150090-ইসরাইলি_হামলায়_ইরানের_জাতীয়_সম্প্রচারমাধ্যম_ক্ষতিগ্রস্ত_কোপোস_সম্মেলনে_বিবৃতি
পার্স টুডে: জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ‘সাইয়্যেদ রেজা নাজাফি’ কোপোস (জাতিসংঘের ‘মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারবিষয়ক কমিটি)’-এর ৬৮তম আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি)-এর অবস্থান তুলে ধরেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ২৭, ২০২৫ ১৬:৪৬ Asia/Dhaka
  • সাইয়্যেদ রেজা নাজাফি
    সাইয়্যেদ রেজা নাজাফি

পার্স টুডে: জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ‘সাইয়্যেদ রেজা নাজাফি’ কোপোস (জাতিসংঘের ‘মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারবিষয়ক কমিটি)’-এর ৬৮তম আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি)-এর অবস্থান তুলে ধরেন।

এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলা শুধু বেসামরিক অবকাঠামোগুলোকেই লক্ষ্য করেনি, বরং এমন টেলিযোগাযোগ সরঞ্জাম ও স্থাপনাগুলোকেও আঘাত করেছে যেগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে।

উল্লেখ্য, গত ১৬ জুন (সোমবার) ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা ‘আইআরআইবি’তে উদ্দেশ্যমূলকভাবে হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল।

‘আইআরআইবি কেবলমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে উপগ্রহভিত্তিক টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এবং সাধারণ জনগণের জন্য তথ্য সরবরাহ,শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচারের মতো গুরুত্বপূর্ণ বেসামরিক কার্যক্রম পরিচালনা করে। এই কর্মকাণ্ডগুলো কোপোস-এর মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে মহাকাশ ও স্যাটেলাইট প্রযুক্তির শান্তিপূর্ণ ও উপকারী ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, বেসামরিক অবকাঠামো—বিশেষত সশস্ত্র সংঘাতের সময়—সুরক্ষিত থাকা উচিত।

ইরান জোর দিয়ে বলেছে, এ ধরনের টেলিযোগাযোগ স্থাপনায় ইসরাইলের উদ্দেশ্যপ্রণোদিত হামলা আন্তর্জাতিক মানবিক আইন এবং মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের গৃহীত নীতিমালার গুরুতর লঙ্ঘন। ইরান এ হামলার তীব্র নিন্দা জানায় এবং একে স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে অভিহিত করে।#

পার্সটুডে/এমএআর/২৭