আগস্ট ১৪, ২০২৩ ১৭:১০ Asia/Dhaka
  • শাহ চেরাগ মাজার
    শাহ চেরাগ মাজার

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, বিশ্বের কিছু প্রভাবশালী দেশ পশ্চিম এশিয়ায় আইএসসহ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লেলিয়ে দিয়েছে। তারা এ মাধ্যমে নিজেদের অশুভ লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়।

গতকাল (রোববার) ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ নগরীর শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। হামলাকারীকে আটক করা হয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

 তিনি আরও বলেছেন, অতীতে ইরান সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং শত্রুদের উসকানিতে সন্ত্রাসীরা এখন ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে।

 এর আগে গত বছরের ২৬ অক্টোবর ইরানের শিরাজ নগরীর এই মাজারে (শাহ চেরাগ) এক সন্ত্রাসী হামলায় নারী ও শিশুসহ ১৫ জিয়ারতকারী নিহত হয়েছিলেন। ওই ঘটনায় আরো কয়েক ডজন মানুষ আহত হন। হামলার সময় এক বন্দুকধারীকে আহত অবস্থায় আটক করে নিরাপত্তা বাহিনী।পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ওই হামলায় জড়িত অপর দুই ব্যক্তির মৃত্যুদণ্ড গত মাসে কার্যকর করা হয়েছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ