তেল আবিবে ইরানের আজকের হামলায় অন্তত ৫০ ইহুদিবাদী নিহত
https://parstoday.ir/bn/news/iran-i149988-তেল_আবিবে_ইরানের_আজকের_হামলায়_অন্তত_৫০_ইহুদিবাদী_নিহত
ইরানের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিজের ১৪তম দফা হামলা চালিয়েছে। হামলায় এক গুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। আজকের হামলা যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নতুন ধরনের।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ১৯, ২০২৫ ১৫:৩৮ Asia/Dhaka
  • ইহুদিবাদীরা প্রাণভয়ে দিগ্বিদিক ছুটে পালাচ্ছে
    ইহুদিবাদীরা প্রাণভয়ে দিগ্বিদিক ছুটে পালাচ্ছে

ইরানের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিজের ১৪তম দফা হামলা চালিয়েছে। হামলায় এক গুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। আজকের হামলা যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নতুন ধরনের।

ইসরাইলের কয়েক স্তর-বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানী তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে।

ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য সম্প্রচার করার ব্যাপারে ইহুদিবাদী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও আজকের হামলাগুলোর ছবি এবং ভিডিও ব্যাপকভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এসব ভিডিওতে দেখা যাচ্ছে, ইহুদিবাদীরা প্রাণভয়ে দিগ্বিদিক ছুটে পালাচ্ছে, কেউ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রের দিকে যাচ্ছে এবং কেউবা আতঙ্কে আশ্রয়কেন্দ্রের দিকে না গিয়ে উল্টোদিকে দৌড় দিচ্ছে। এ সময় ইহুদিবাদীদের আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর শব্দের সাইরেন।

কোনো কোনো রিপোর্টে বলা হয়েছে, আজ (বৃহস্পতিবার) ইসরাইলের আকাশে অন্তত ৫০টি ইরানি ক্ষেপণাস্ত্র দেখা গেছে যেগুলোর মধ্যে একাধিক প্রজন্মের ক্ষেপণাস্ত্র এই প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে।

ইসরাইলি হতাহতের খবর প্রচার করার ওপর বিধিনিষেধ থাকলেও কোনো কোনো সূত্র শুধুমাত্র আজকের হামলায় ৫০ জনের বেশি ইহুদিবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে।

আজকের হামলায় ইসরাইল সরকারের বহু কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়। এসব স্থাপনার মধ্যে রয়েছে সামরিক ও গোয়েন্দা সদরদপ্তর। এসব স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে আঘাত হানায় ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের কার্যকারিতা নিয়ে আবার প্রশ্ন উঠেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ইসরাইলের রাজধানী তেল আবিবের একটি হাসপাতালের কাছে অবস্থিতি একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা দপ্তরকে লক্ষ্য করে আজকের হামলা চালানো হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই হাসপাতালের ভেতরের লোকজনকে আতঙ্কিত অবস্থায় ছোটাছুটি করতে দেখা গেছে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।