আগস্ট ১৭, ২০২৩ ১০:২১ Asia/Dhaka
  • ইরানের অর্থ ফেরত দেয়ার চুক্তি আমেরিকার জন্য ‘পরীক্ষা’: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, অবৈধভাবে ইরানের আটক অর্থ ফেরত দেয়ার ব্যাপারে সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে তেহরানের যে চুক্তি হয়েছে তাকে মার্কিন সরকারের সদিচ্ছার প্রমাণ হিসেবে দেখছে ইরান।

তিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে [সাবেক টুইটার] প্রকাশিত এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার অজুহাতে দক্ষিণ কোরিয়া ইরানের যে ৬ বিলিয়ন ডলার অর্থ আটকে রেখেছিল তা ছাড় করা সম্ভব হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশিত ‘মর্যাদাপূর্ণ কূটনীতি’র মাধ্যমে।

তিনি এ সংক্রান্ত চুক্তিকে আমেরিকার জন্য ‘আরেকটি পরীক্ষা’ বলে উল্লেখ করেন। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, আমরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সকল পক্ষকে ইরানের প্রতি আন্তর্জাতিক সমাজের প্রতিশ্রুতি [বা পরমাণু সমঝোতা] বাস্তবায়নে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবো।

সম্প্রতি আমেরিকার সঙ্গে ইরানের স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ৬ বিলিয়ন ডলার অর্থ ইরানের নিয়ন্ত্রণে আসবে। দক্ষিণ কোরিয়ায় আটক ৬ বিলিয়ন ডলার অর্থ এরইমধ্যে সুইজারল্যান্ডের একটি ব্যাংকে জমা হয়েছে এবং অচিরেই এই অর্থ কাতারের কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তরিত হবে। সেখান থেকে ইরান তার পাওনা অর্থ খরচ করতে পারবে। 

গত কয়েক বছর ধরে দক্ষিণ কোরিয়া মার্কিন নিষেধাজ্ঞার অজুহাতে ইরানের কাছ থেকে তেল কেনা বাবদ এই অর্থ পরিশোধে গড়িমসি করছিল।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ