রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক বাড়াতে প্রস্তুত ইরান: কমান্ডার হায়দারি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি বলেছেন, তার বাহিনী রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক বাড়াতে প্রস্তুত রয়েছে।
গতকাল (সোমবার) রাশিয়ার রাজধানী মস্কোয় রুশ পদাতিক বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল ওলেগ সালিউকভের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।
ইরান এবং রাশিয়ার পদাতিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্য নিয়ে জেনারেল হায়দারি রাশিয়া সফর করছেন। তার সাথে একটি সামরিক প্রতিনিধি দল রয়েছে।
বৈঠকে রাশিয়ার পদাতিক বাহিনীর কমান্ডার ইন চিফ বলেন, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের এটি গুরুত্বপূর্ণ দেশ এবং রাশিয়ার কৌশলগত মিত্র।
জেনারেল সালিউকভ আরো জানান, ইরান এবং রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্ক বাড়ানোর জন্য গভীর আলোচনা চলমান রয়েছে।ইরান এবং রাশিয়ার সামরিক বাহিনীর বিভিন্ন খাতে সম্পর্ক বাড়ানো এবং সহযোগিতা ও সমন্বয় জোরদার করার ব্যাপারে দুই কমান্ডার একমত হয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।