ইরানকে বিচ্ছিন্ন করে রাখার মার্কিন নীতি ব্যর্থ হয়েছে: বেলায়েতি
https://parstoday.ir/bn/news/iran-i127438-ইরানকে_বিচ্ছিন্ন_করে_রাখার_মার্কিন_নীতি_ব্যর্থ_হয়েছে_বেলায়েতি
উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিকসে ইরানের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের ঘটনা দেশটিকে বিচ্ছিন্ন করে রাখার মার্কিন নীতিকে ব্যর্থ করে দিয়েছে। একথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৯, ২০২৩ ১০:১৩ Asia/Dhaka
  • বেলায়েতি
    বেলায়েতি

উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিকসে ইরানের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের ঘটনা দেশটিকে বিচ্ছিন্ন করে রাখার মার্কিন নীতিকে ব্যর্থ করে দিয়েছে। একথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি।

তিনি লেবাননের আল-মায়াদিন নিউজ চ্যানেলকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। বেলায়েতি বলেন, ইরানের ব্রিকস সদস্যপদ লাভ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আঞ্চলিক দেশগুলোর আস্থাকে নড়বড়ে করে দিয়েছে। তিনি আরো বলেন, ইরান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার পাশাপাশি পূর্ব-মুখী যে নীতি গ্রহণ করেছে তার ফল হিসেবে ব্রিকসের সদস্যপদ পেয়েছে তেহরান।

আলী আকবর বেলায়েতি বলেন, ব্রিকসের সদস্যপদ লাভের ঘটনায় প্রমাণিত হয়েছে, ইরান গোটা বিশ্বের সঙ্গে গঠনমূলক সম্পর্ক শক্তিশালী করতে বদ্ধপরিকর এবং আমেরিকার দীর্ঘদিনের একঘরে করে রাখার প্রকল্প সাফল্যের সঙ্গে ব্যর্থ করে দিতে পেরেছে তেহরান।

ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান বর্তমানে অতীতের তুলনায় অনেক বেশি শক্তিশালী। ইরান কার্যকর কূটনীতি দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনের প্রায় সকল ক্ষেত্রে অত্যন্ত গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা রাখতে পেরেছে বলে তিনি মন্তব্য করেন।

গত ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনে ইরানসহ ছয়টি দেশ এই জোটের নতুন সদস্যপদ লাভ করেছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।