সেপ্টেম্বর ০৪, ২০২৩ ২০:৫৫ Asia/Dhaka
  • সাবাহিফার্দ
    সাবাহিফার্দ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাহাবিফার্দ বলেছেন, তার দেশ মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে বিমান প্রতিরক্ষা মহড়া চালাতে প্রস্তুত রয়েছে।

কয়েকজন বিদেশি সামরিক অ্যাটাচের সঙ্গে রাজধানী তেহরানে আজ (সোমবার) এক বৈঠকে একথা বলেন তিনি। জেনারেল সাবাহিফার্দ বলেন, মিত্র দেশগুলোর জন্য ইরানের পক্ষ থেকে শান্তি ও বন্ধুত্বের বার্তা রয়েছে।

তিনি বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী মিত্র দেশগুলোর সঙ্গে প্রশিক্ষণ, কৌশলগত ও অভিযান চালানোর অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

এর পাশাপাশি যৌথ মহড়া চালাতেও প্রস্তুত রয়েছে তার দেশ। জেনারেল সাবাহিফার্দ বলেন, “বিমান প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব হচ্ছে ইরানের আকাশসীমা নিরাপদ রাখা। আল্লাহর রহমতে আমার সহকর্মীরা ইরানের আকাশকে নিরাপদ স্থানে পরিণত করতে সক্ষম হয়েছে।”#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ